How to Save the new file- Part: 4

নতুন কোন ডকুমেন্টে টাইপ করার পর আমরা এখন তা কম্পিউটারের যে কোন লোকেশনে ( যেমন- ডি ড্রাইভ, ই ড্রাইভ, পেন ড্রাইভ ইত্যাদি) সেইভ করবো। এজন্য যা করতে হবে।
  1. ক্লিক অফিস (Office) বাটন/File (2010)
  2. ক্লিক

এর পর নিমেণাক্ত Save as ডায়ালগ বক্স আসবে (অথবা কী-বোর্ডের Ctrl (কন্ট্রোল) বাটন চেপে ধরে S বাটন চাপ দিলে স্ক্রিনে নিমেণাক্ত Save as ডায়ালগ বক্স আসবে-



3. এখানে File Name এর ঘরে যেকোন একটি নাম লিখতে হবে।
4. তারপর Save বাটনে ক্লিক করতে হবে। তাহলে ফাইলটি সেইভ হবে।
 

Comments