How to create a New File Ms word 2007: Part 3

নতুন একটি ফাইল বা ডকুমেন্ট তৈরী করাঃ

এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে যে উইন্ডো আসবে, তার অফিস বাটনে ক্লিক করে নতুন ডকুমেন্ট তৈরী করা যায়।
1 ক্লিক ( Office ) বাটন (ওয়ার্ড ১০ হলে ক্লিক ফাইল)
2. ক্লিক New


এরপর নিমোক্ত New Document ডায়ালগ বক্স আসবে। ক্লিক Blank and recent. Blank Document লেখাতে ডাবল ক্লিক করলে নতুন ডকুমেন্ট ওপেন হবে। অথবা Create বাটনে ক্লিক করুন।


কিবোর্ড এর সাহায্যে নতুন ডকুমেন্ট তৈরী করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর কী-বোর্ড এর Ctrl (কন্ট্রোল) বাটন চেপে ধরে N বাটন চাপ দিলে সরাসরি একটি নতুন ফাইল তৈরী হবে।

Comments